রাজ্যের ১৮ টি স্টেশনে হবে কোভিড কেয়ার সেন্টার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা যুদ্ধে শুধুমাত্র পণ্য পরিষেবাই নয় চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় রেল। এক বিঞ্জপ্তি প্রকাশ করে রেলের তরফে জানানো হয়েছে দেশের ২১৫ টি রেলস্টেশনে ভারতীয় রেল কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলবে। এরমধ্যে পশ্চিমবঙ্গের ১৮ টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এই স্টেশনগুলি হলো কলকাতা, কৃষ্ণপুর, আসানসোল,নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, আলিপুর দুয়ার জংশন, নিউ আলিপুর দুয়ার, মালদা টাউন, রামপুরহাট,আদ্রা, খড়গপুর, শিলিগুড়ি, ইলো ( পুরুলিয়া) আজিমগঞ্জ,লালগোলা, হাওড়া, শিয়ালদা, পুরুলিয়া।
রেল সূত্রে জানানো হয়েছে, এই ২১৫ টি স্টেশনের মধ্যে ৮৫ টি স্টেশনে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।বাকি ১৩০ টি স্টেশনে যদি সংশ্লিষ্ট রাজ্যগুলি কর্মী ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে পারে তবেই কোচ রাখা হবে। ভারতীয় রেল মোট ৫,২৩১ টি কোচকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করেছে। রেল কোভিড সেন্টার গুলির পানীয় জল, বিদ্যুৎ, মেরামতি, সুরক্ষা ও খাবার সরবরাহের দায়িত্ব পালন করবে।