
শরণানন্দ দাস, কলকাতা: একুশের মহারণে বঙ্গবিজেপির ব্যাটন দিলীপ ঘোষের হাতেই। দলের সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা মেদিনীপুরের সাংসদের উপর পূর্ণ আস্থা রেখেছেন। শুক্রবার সকালে বিজেপি রাজ্য সভাপতি জানালেন, ‘ নাড্ডাজি আমাকে বলেছেন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমার নেতৃত্বেই দল লড়বে। আমাদের তোমার উপর আস্থা রয়েছে বলেই দ্বিতীয়বারের জন্য তোমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।’
সম্প্রতি বাংলার রাজনৈতিক মহলে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে মুকুল রায় ও বাবুল সুপ্রিয়র পারস্পরিক সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। গুঞ্জন এমন মাত্রায় পৌঁছয় যে রটে যায় দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছেন। এরপরই বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠক করে পদত্যাগের জল্পনা উড়িয়ে বলেন, একুশের লড়াই তিনি একাই জেতাতে পারেন। তারপর উত্তরবঙ্গ সফরে যান দিলীপ ঘোষ। তখন আবার রটে যায় সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বিতর্কিত মন্তব্যের জেরে। দিলীপ ঘোষ অবশ্য জানান তিনি আগেই জে.পি. নাড্ডার কাছে সময় চেয়েছিলেন। গত সোমবার বিজেপি রাজ্য সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে মঙ্গলবার কলকাতায় ফেরেন।
আরও পড়ুন: রাজনৈতিক চাপান-উতোর, তৃণমূলের দিকে আঙুল তুলে প্রাণনাশের আশঙ্কার অভিযোগ বিজেপির
এদিন দিল্লির বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘নাড্ডাজি আমার উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। বলেছেন সবাইকে সঙ্গে নিয়ে লড়তে হবে। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, একুশের লড়াইয়ে তোমাকেই নেতৃত্ব দিতে হবে।’ সাম্প্রতিক বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘ যখন কোন দল ক্ষমতার কাছাকাছি আসে তখন নানা ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয় নানা মহল থেকে। এই বিভ্রান্তি তৈরির বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। অবশ্যই এর মূলে রয়েছে তৃণমূল কংগ্রেস। ওরা চাইছে আমাদের দলের মধ্যে একটা বিভেদ তৈরি হোক। যাতে আমরা পূর্ণ শক্তিতে লড়াই করতে না পারি। তবে বিজেপি একটা পরিবার, আমাদের ভিত খুব শক্ত। আমাদের মধ্যে ভাঙন ধরানো যাবে না।’
দিলীপ ঘোষ ও মুকুল রায়ও স্পষ্ট বার্তা দিয়েছেন তাঁদের মধ্যে কোনও দূরত্ব নেই। বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে মঙ্গলবার থেকে চলা বৈঠকেও হাজির থেকেছেন মুকুল রায়। দিলীপ ঘোষ ও বলেছেন, ‘ মুকুলদার শরীর খারাপ বলে আমরাই চাই না মুকুলদা বাইরে বেরোন। তাও মুকুলদা বীরভূমে গিয়ে সাংবাদিক বৈঠক করেছেন। ভার্চুয়াল সমাবেশে হাজির থেকেছেন। চলতি বৈঠকেও থাকছেন। মুকুল রায়ও স্পষ্ট বলেছেন, দিলীপ ঘোষের নেতৃত্বেই একুশের লড়াই একসঙ্গে লড়বেন। গেরুয়া শিবিরে এই মুহূর্তে একটা বার্তা স্পষ্ট দিলীপ ঘোষের হাতেই দলের ব্যাটন, ক্যাপ্টেন মেদিনীপুরের সাংসদ।