fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নির্বাচন ২০২১ : রাজ্যে বিজেপির দেওয়াল লেখা শুরু

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : নির্বাচনের দিনক্ষণ এখন ও ঠিক হয়নি,কোন্ কেন্দ্রে কাকে প্রার্থী করা হচ্ছে,সে বিষয়ে ও দল এখন ও সিদ্ধান্ত নেয়নি কিন্তু এরই মধ্যে দেওয়াল লেখার কাজ শুরু হয়ে গেল। বাংলায় এক্ষেত্রে নিশ্চিত ভাবে এগিয়ে রাখতেই হবে বিজেপি কে। রাজ্যের বিভিন্ন দেওয়ালে ইতিমধ্যেই বিজেপির পদ্মফুল ফুটে উঠেছে। রাজ্যের বিভিন্ন জেলায় নজর রাখলেই দেখা যাচ্ছে দেওয়ালে দেওয়ালে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল ফুটে উঠেছে।

শিশু, নারীশক্তি সহ যুবারা এগিয়ে এসেছে, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের আবহে দেওয়া লিখতে। এক্ষেত্রে নিশ্চিত ভাবে বলা যেতে পারে,প্রথম রাউন্ডে বিজেপিই কিন্তু এগিয়ে থাকছে। জন সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি বিজ্ঞাপনেও মানুষ কে ভীষন ভাবে প্রভাবিত করে।সে ক্ষেত্রে দেওয়াল লিখন প্রচারের জন্য অন্যতম সেরা মাধ্যম।

Related Articles

Back to top button
Close