fbpx
অন্যান্যঅফবিটদেশহেডলাইন

স্বাধীনতার ৭৪ বছর পর বিদ্যুত্‍ পৌঁছাল উপত্যকার এই গ্রামে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অবশেষে হাসি ফুটল উপত্যকার একটি গ্রামের মানুষের। ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী গ্রাম জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরানের পর এবার বিদ্যুত্‍ পৌঁছল মাছিল সেক্টরে। দেশ স্বাধীনতাপ্রাপ্তির ৭৪ বছর পর বিদ্যুতের আলো পৌঁছল এই গ্রামে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ৭৪তম স্বাধীনতা দিবস পালন করেছে গোটা দেশ। স্বাধীনতা দিবসেই বিদ্যুত্‍ পৌঁছেছিল কেরান সেক্টরে। এবার ২৪ ঘণ্টার বিদ্যুত্‍ পরিষেবার আওতায় এল কুপওয়ারার মাছিল গ্রামও। আরও যে কটি প্রান্তিক এলাকায় এখনও বিদ্যুত্‍ পৌঁছয়নি, শিগগিরই সেই সব জায়গাতেও ২৪ ঘণ্টার বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের বিদ্যুত্‍ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল।

এছাড়া সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে সীমান্তবর্তী সবকটি গ্রামে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন রোহিত কানসাল। এতদিন পর্যন্ত মাছিল সেক্টরের ২০টি গ্রামে ডিজেল জেনারেটর বসিয়ে বিদ্যুত্‍ সংযোগের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এবার সেখানে ইলেকট্রিসিটি গ্রিড বসানো হল। মাছিল সেক্টরের ৯টি গ্রামে ইলেকট্রিসিটি গ্রিডের মাধ্যমে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে এই সেক্টরের বাকি গ্রামগুলিতেও বিদ্যুত্‍ পৌঁছে যাবে বলে জানিয়েছেন কুপওয়ারার জেলাশাসক অনশুল গর্গ। আর এর ফলে এই মাছিল সেক্টরে বসবাসকারী ২৫,০০০ মানুষ উপকৃত হবেন।

Related Articles

Back to top button
Close