বৈদ্যুতিক শকেই মৃত্যু বুনো হাতির, গ্রেফতার ১

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাক রেঞ্জের মারাখাতা বিট অফিস লাগোয়া কাঞ্চীবাজার এলাকায় মঙ্গলবার সকালে উদ্ধার হয় একটি পূর্ণ বয়স্ক মাকনা বুনো হাতির মৃতদেহ। বন কর্মীদের ধারনা হয়েছিল হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তাদের ধারনা ভ্রান্ত হয়ে যায়।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, ময়না তদন্তের রিপোর্টে প্রকাশ পায় হাতিটির মৃত্যু হয়েছে বৈদ্যুতিক শক খেয়ে। এই রিপোর্ট পাবার পর বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। তারা জানতে পারেন এলাকার এক ব্যক্তি হাতির হানা থেকে জমির ফসল বাঁচানোর জন্য অবৈধভাবে জমিতে বৈদ্যুতিক ফেন্সিং লাগিয়েছেন। সেই বৈদ্যুতিক ফেন্সিং এ শক খেয়েই হাতিটির মৃত্যু হয়েছে। বন দপ্তর ঐ ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ইচ্ছাকৃতভাবে হাতি হত্যার অভিযোগে ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।