fbpx
আন্তর্জাতিক

সেনেগালের বেসরকারি হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১১ নবজাতকের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর তিভাউয়েনে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল এক ট্যুইটে লেখেন, ‘আমি সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডের কথা জেনেছি। সেখানে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। আমি এতে গভীরভাবে মর্মাহত।’ তিনি এ সময় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিভাউয়ানের মেয়র ডিওপ জানিয়েছেন, তিভাউয়ানের পরিবহন কেন্দ্রের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে এই দুর্ঘটনাটি ঘটে। শর্ট সার্কিটের কারণে নবজাতক ইউনিটে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনটি নবজাতকে বাঁচানো সম্ভব হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগেই হাসপাতালটির উদ্বোধন হয়েছিল।

Related Articles

Back to top button
Close