
শরণানন্দ দাস, কলকাতা: বিশ্বহিন্দু পরিষদের (দক্ষিণবঙ্গ) উদ্যোগে অকাল বোধন দুর্গোৎসব সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে শহর জুড়ে। শুধু শহরের বনেদিবাড়িই নয়, বহু নামি সার্বজনীন দুর্গোৎসব কমিটি অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার বিচারক বিশিষ্ট জনেরা বলেছেন এই শারদ সম্মান বাঙালির ঐতিহ্যের মূলধারায় ফিরতে সাহায্য করবে। আগামী ১ নভেম্বর রাজস্থান বিদ্যামন্দিরের সভাগৃহে শারদ সম্মানের অনুষ্ঠান আয়োজিত হবে। উপস্থিত থাকবেন বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় কার্যকরী সভাপতি অলোক কুমার গুপ্তা।
কী বলছেন বিশিষ্টরা? প্রখ্যাত সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত বলেন, ‘ গত কয়েক বছর ধরে থিম পুজোর নামে দুর্গাপুজোর মূল সুরটাই হারিয়ে যাচ্ছে। মা দুর্গাকে শস্ত্রহীন করে ভুল ভাবনায় চালিত করা হচ্ছিল। কিছু বাম, অতি বামপন্থী দুর্গাপুজোকে ঘিরে একটা ভ্রান্ত ভাবনা গড়ে তোলার চেষ্টা হচ্ছে। কুমারী পুজো, হুড়ুর দুর্গাপুজো নিয়ে ভ্রান্ত ধারনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিশ্বহিন্দু পরিষদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। নিছক উৎসব নয়, অন্তরের ভক্তিটাই আসল। সেই বার্তাটা দেওয়া গিয়েছে।’ ড. অর্চনা মজুমদার বলেন,’ খুব ভালো উদ্যোগ। সাবেকিয়ানাকে সম্মান জানানোর এই চেষ্টাকে আমজনতা সমর্থন করেছেন। বাড়ির পুজোর পাশাপাশি বহু সার্বজনীন পুজো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।’ অন্যতম বিচারক অভিনেত্রী রূপাঞ্জনাও এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
যাঁরা পুরস্কার পেলেন-
প্রথম: পুর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র (মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল,বিজেপি) সল্টলেক
দ্বিতীয়: নলীন সরকার স্ট্রীট সর্বজনীন (উত্তর কলকাতা)
তৃতীয়: সোনার দুর্গা বাড়ি (বেহালা)
চুতর্থ: ৩৪ পল্লী ভারতমাতা পুহো কমিটি (উত্তর কলকাতা)
মহিলা পরিচালিত শ্রেষ্ট পুজো: লালগেট সর্বজনীন (গড়ফা,দক্ষিন কলকাতা)
সেরার সেরা ব্যবস্থাপনা: পাইক বাড়ির পুজো, মাদুরদহ (দক্ষিণ কলকাতা)
শ্রেষ্ট প্রতিমা:মাধবদাস লেন সর্বজনীন (উত্তর কলকাতা)
শ্রেষ্ট নিয়ম নিষ্টার পুজো: কালিধাম (গড়িয়া)
সেরা পুরোহিত: শ্রী সৈকত বক্সী, বিবেকানন্দ সেবা সংগঠন (টালিগঞ্জ)
সেরা পরিবেশ: শ্রীরামপুর কল্যান সমিতি (দক্ষিণ কলকাতা)
আরও পড়ুন: করোনার থাবায় পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্সব, নতুন তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেরা আলো: শোভাবাজার বড়চলা সর্বজনীন ( উত্তর কলকাতা)
সেরা মন্ডপ: কাশিপুর নবযুবক সংঘ (উত্তর কলকাতা)
সেরা সামজিক কর্মকা- সংগঠক: শ্রী দিলীপ চন্দ, নিউ বিক্রমগড় সর্বজনীন (দক্ষিণ কলকাতা)
সেরা সাংস্কৃতিক কর্মকা- সংগঠক: শ্রীমতী সংঘমিত্রা চৌধুরী এবং শ্রী সুমন ব্যানার্জি (মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল,বিজেপি)
সেরা আবাসিক: সেরউড এস্টেট পুজো কমিটি (নরেন্দ্রপুর)
বিশেষ শুভেচ্ছা: ক) পূর্বাচল সর্বজনীন দুর্গোৎসব (ইস্ট)
খ) আমরা সবাই, ঘোষপাড়া
গ) ভট্টাচার্য বাড়ির পুজো, বিজয়গড়