সাহিত্য অ্যাকাডেমির ফেলো সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বাংলা সাহিত্য জগতে নতুন পালক। সাহিত্য অ্যাকাডেমির ফেলো সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ‘অমর সাহিত্যের স্রষ্টা’দের এই বিরল সম্মানে ভূষিত করে থাকে সাহিত্য অ্যাকাডেমি। বলা যায়, এটি সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান। চলতি বছরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি আরও সাতজন ভারতীয় লেখককে এই সম্মান জানিয়েছে সাহিত্য অ্যাকাডেমি। সেই তালিকায় রয়েছেন ছোটদের প্রিয় লেখক, রাসকিন বন্ড (ইংরাজি), মারাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডের নামও। সাহিত্য অ্যাকাডেমির তরফে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেওয়া হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে।
বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতকে তাঁর বহু কালজয়ী লেখা উপহার দিয়েছেন। বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান পান প্রবীণ সাহিত্যিক।
বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর উপন্যাসগুলির মধ্যে রয়েছে ‘ঘুণপোকা’ ‘কাগজের বউ’, ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘দূরবীন’। কিশোর-কাহিনিতেও রয়েছে ‘গোঁসাইবাগানের ভূত’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’,‘পাতালঘর’- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি।