fbpx
লাইফস্টাইলহেডলাইন

অফিসে এসে ঘুমোতে পারবেন কর্মীরা! মিলবে বেতনও

যুগশঙ্খ ওয়েবডেস্ক: করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। দীর্ঘ ওয়ার্ক ফর্ম হোমের একঘেয়েমি কাটিয়ে ফের ছন্দে ফিরছে সমাজ। এই অবস্থায় আবার শুরু হয়েছে নিত্যদিনের কাজ ডেলিরুটিন। একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে মানিয়ে চলতে কিছু অসুবিধা হয়। ফলে শরীরে আসছে ক্লান্তি। এই অবস্থায় যদি অফিসে কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া যেত! অফিসে কাজের জন্য স্যালারি দেয়। ঘুমের জন্য নয়। এ তো দিবা স্বপ্ন ছাআ আর কিছুই না। হ্যাঁ এবার অফিসে ঘুমোনোর জন্যেও পাওয়া যাবে স্যালারি। কাজের ফাঁকে চাইলে ঘুমিয়ে নিতে পারবেন। এমনটাই জানিয়েছে বেঙ্গালুরুর এক বেসরকারি কোম্পানি। বেঙ্গালুরুর এই অফিসে চালু হল কম করে আধঘণ্টার ঘুম বাধ্যতামূলক। সকল কর্মীদের মানতে হবে সেই নিয়ম। প্রত্যেক কর্মীকে ইমেলের মাধ্যমে এই নোটিস জারি করা হয়েছে। সকলকে কম করে আধ ঘণ্টা অফিসে ঘুমোতেই হবে। সেই ঘুমোনোর জন্য টাকাও পাবেন কর্মীরা।

‘ওয়েকফিট’-এর কো ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া আজ অফিসিয়ালি ইমেলের মাধ্যমে এই নোটিশ জারি করেছেন তাঁর অফিসে। তিনি ইমেলে লেখেন, ” আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সকলের একটু রেস্ট দরকার। সেই কথা ভেবেই আফটার নুন ন্যাপ চালু করার কথা অনেক দিন ধরেই চলছিল। এবার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। আজ থেকেই কম করে ৩০ মিনিটের ঘুম বা সবা ন্যাপ নিতে হবে সকলকে। কাজের মাঝে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে। কাজ ভালো হবে।” বালিশ, মেট্রেস, এই ধরণের জিনিসই পাওয়া যায় ওয়েকফিটে।

Related Articles

Back to top button
Close