fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভূস্বর্গে ফের এনকাউন্টার, বাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। রবিবার সকালে সোপিয়ানে এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় জওয়ানরা। এরআগে শনিবারও কাশ্মীরে এনকাউন্টারে অপর এক জঙ্গিকে খতম করে বাহিনী।

কাশ্মীরে এবছরের শুরু থেকেই একাধিকবার সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে। লকডাউন চলাকালীন একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। শহিদ হন বহু ভারতীয় জওয়ান। আবার অন্যদিকে অনেক জঙ্গিকে নিকেশ করে সেন্স জওয়ানরা।

লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরের উপর চাপ বাড়ানো হবে, হিংসা ছড়াতে আরও জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে পাকিস্তান, ঠিক এই ভাষাতেই সতর্ক করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং।

Related Articles

Back to top button
Close