নারদ তদন্তে ফের বিজেপির মুকুল রায়কে নোটিশ ইডি-র

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নারদ তদন্তে একবার ফের বিজেপি নেতা মুকুল রায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যে মুকুল রায়কে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে।
এদিকে তৃণমূল নেতাদের ইডি নোটিশ পাঠালে বিরোধী বিজেপি নেতাদের যেভাবে সরব হতে দেখা যায়, খোদ বিজেপি নেতা মুকুল রায়ের ইডি তলবে কিন্তু একেবারেই নিশ্চুপ বঙ্গ বিজেপি শিবির।
করোনা আবহে এর আগেও মুকুল রায়কে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। ফের মুকুল রায়কে নোটিশ পাঠাল ইডি। প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেও রাজ্য রাজনীতির প্রথম সারিতে দেখা যায়নি মুকুল রায়কে। বরং দিলীপ-রাহুল-সায়ন্তনদের পিছনে বরাবরই হারিয়ে গিয়েছেন তিনি। রাজ্য রাজনীতির আঙিনা ছেড়ে কেন্দ্রীয়ভাবে দলের হয়ে কাজ করতে বারবার ইচ্ছাপ্রকাশ করলেও কিন্তু মুকুলকে বড়সড় দায়িত্ব এখনও দেয়নি দল।
যদিও সেই জল্পনায় বারবার জল ঢেলেছেন মুকুল রায়। তার কথায়, এটা পাড়ার ক্লাব নয়। তাই এসব নিয়ে এত ভাবার কারো সময় নেই।
এর আগে জুন মাসে মুকুল রায়কে একবার নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই সময় করোনা পরিস্থিতির কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন মুকুল। ফের তাকে ডেকে পাঠাল ইডি। তবে তিনি হাজিরা দেবেন কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি।