fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মেচেদায় ফাস্টফুড সেন্টারে হানা দেওয়ার সময় হেনস্থা এনফোর্সমেন্ট ইন্সপেক্টর

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বাঙালির বড় পুজোর হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। বিভিন্ন এলাকায় ফাস্টফুড  ও বিরিয়ানি  স্টলে সাধারণ ক্রেতাদের স্বার্থে গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য মেচেদা ও কোলাঘাটে ফুড দপ্তরের আধিকারিকরা হানা দেয় শুক্রবার। মেচেদায় বিভিন্ন সেন্টারে হানা  দেওয়ার সময় একের পর এক  এক্সপায়ার   দ্রব্য বেরিয়ে আসতে থাকে। আর সেই সময়েতেই ফাস্টফুড ও বিরিয়ানি সেন্টারের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন জেলা এনফর্সমেন্ট ইন্সপেক্টর।

[আরও পড়ুন- কৃষক সুরক্ষা আইন ২০২০-এর ইতিবাচক দিকগুলি তুলে ধরা হল কোলাঘাটে]

অভিযোগ  ওই কর্মচারীরা হেনস্তাও করে। ফুড দপ্তরের আধিকারিক মেনু কুন্ডু বলেন বিভিন্ন সেন্টার গুলিতে খাবারের গুনগত মান ঠিক আছে কিনা দেখতে দপ্তরের আধিকারিকরা ভিজিটে গিয়েছিলেন। সেইসময়ে আধিকারিককে হেনস্তার শিকার হতে হয়। বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হয়। কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ বিষয়টি খোঁজ খবর নিতে শুরু করেছেন।  মেচেদা এলাকার বিভিন্ন স্থানে তদন্ত করার পর আধিকারিকরা কোলাঘাটের বাজার এলাকায় উদ্দেশ্যে রওনা দেন।

 

 

Related Articles

Back to top button
Close