হাজার চেষ্টা করলেও বাংলা গুজরাট হবে না, বাংলা বাংলাই থাকবে: সুজিত বসু

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: ‘বাংলার প্রতিনিধিত্ব বাংলাই করবে।’ বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তুষার সিংহের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির অনুষ্ঠানে দমকল মন্ত্রী উত্তর ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর নারায়ন গোস্বামী, রাজ্য সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক শমীক রায় অধিকারী, নাজিবুর রহমান, ছাত্রনেতা সুভাষ সাহা, বাদুড়িয়া পৌরসভার প্রশাসক দীপঙ্কর ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী সুজিত বসু বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন পরে দেখবে, আগে সোনার ভারত গড়ুন। এ বাংলা রবীন্দ্রনাথের নজরুলের কৃষ্টি কালচার দিয়ে তৈরি বাংলা। এই বাংলা কোনও দিন গুজরাট হবে না, বাংলা বাংলাই থাকবে। সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাংলার মানুষই বাংলাকে রক্ষা করবে। তিনি আরো বলেন, বাইরে থেকে এসে কেউ মুখ্যমন্ত্রী হবে না বাংলার প্রতিনিধি বাংলা প্রতিনিধিত্ব করবে। তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ২০২১ এর বিধানসভা নির্বাচনের সরকার গঠন করবে।
পাশাপাশি শনিবার পশ্চিম মেদিনীপুর নন্দকুমার তৃণমূলের সভা আছে সেখানে আমরা যাচ্ছি। যেভাবে রাজ্য সরকার সরকারি প্রকল্প মানুষকে পরিসেবা দিচ্ছে তাত বুঝতেই পারছেন ইতিমধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের ১০ কোটি মানুষ সুবিধা পাবে। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে তারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমার চিকিৎসা পাবে বিনামূল্যে। পাশাপাশি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প রাজ্যের প্রতিটি মানুষ সুবিধা পাবেন।