fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

রক্তক্ষরণ বন্ধ হলেও সংকট কাটেনি, তন্দ্রাচ্ছন্ন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সংকট কাটেনি। রক্তক্ষরণ বন্ধ হলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার। সোমবার রাত দশটায় বেলভিউ হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এই খবর প্রকাশিত হয়েছে। অভিনেতার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করাটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। হাসপাতালের রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিয়া ও সিটিভিএস সার্জেনরা অনেক চেষ্টায় তা করতে সক্ষম হয়েছেন।অভিনেতার প্লেটলেট তেমন কমেনি। তবে হিমোগ্লোবিন নেমে যাওয়ায় বেশ কয়েক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। তন্দ্রাচ্ছন্ন অভিনেতা। মস্তিষ্কের স্নায়ুতে কোনও সাড়া নেই।

আরও পড়ুন: ফের ভূমিকম্প রাজ্যে… মধ্যরাতে কেঁপে উঠল মেঘালয়

করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও কো-মর্বিডিটি ও বয়সজনিত কারণে তিনি অনেক রকম শারীরিক সমস্যায় ভুগছেন। এই সমস্ত কিছুই চিকিৎসকদের ভাবিয়ে তুলছে। সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কিডনি এখনও ঠিকঠাক কাজ না করলেও বাকি অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রবাবুকে সুস্থ করে তোলার জন্য সেরা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তারা। এবার আপনাদের প্রার্থনার প্রয়োজন।

Related Articles

Back to top button
Close