আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুস্পষ্ট নিম্নচাপরেখা সরে গিয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। শক্তিক্ষয় করে এটি শুধু নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড ও ছত্রিশগঢ়ের ওপর দিয়ে গিয়ে এই মুহূর্তে এর অবস্থান পূর্ব মধ্যপ্রদেশে। আগামী দুই দিনে এটি আরও শক্তি ক্ষয় করবে।
আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ কমবে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি।
আরও পড়ুন:বেইরুটের পরে আরব আমিরশাহির বাজারে আগুন! মার্কেট বন্ধ থাকার এড়ানো গেল বিপদ
শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৭.৪ মিমি।