ট্রেন চালুর দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদিনই অবস্থান সাঁইথিয়া স্টেশনে

সুব্রত মুখোপাধ্যায়, সাঁইথিয়া : রাজ্যের অনেক জায়গায় লোকাল ট্রেন চালু হলেও বর্ধমান থেকে রামপুরহাট লোকাল ট্রেন এখনও চালু না হওয়ায় প্রতিদিনই কোন না কোন রাজনৈতিক দল অবস্থান বিক্ষোভ সাঁইথিয়া স্টেশনে। এছাড়াও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও বিক্ষোভ জানিয়ে গেছে গত কয়েকদিনে। করোনা আবহে এ বছরের বাইশে মার্চ থেকে ট্রেন বন্ধ রয়েছে বর্ধমান রামপুরহাট লাইনে। প্রত্যেকদিন হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াত করেন এ লাইনে। অল্প সময়ে বর্ধমান পৌছানোর জন্য বা বর্ধমান থেকে রামপুরহাট আসতে এখনও রেলের কোন বিকল্প ব্যবস্থা নেই এ পর্যন্ত।
চাকুরীজীবী থেকে ছোট ব্যবসায়ী এবং বর্ধমান কলকাতায় চিকিৎসার জন্য অসংখ্য মানুষের অল্প পয়সায় যাতায়াতের ভরসা এই লোকাল ট্রেন। তাই মানুষ মরিয়া হয়ে গেছেন এখন। হাওড়া শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে সিপিএম, কংগ্রেস ও কয়েকটি স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ জানিয়ে আসছে। আজ জাতীয় কংগ্রসের পক্ষ থেকে সাঁইথিয়া স্টেশান ম্যানেজার পুলক রায়ের হাতে অবিলম্বে লোকাল ট্রেন চালু করার দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেন কংগ্রেস নেতা রথীন সেন। সাঁইথিয়া স্টেশান ম্যানেজার পুলক রায় বলেন, খুব তাড়াতাড়ি লোকাল ট্রেন চলাচলের ব্যবহার করা হবে ।কথাবার্তা চলছে।