fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জেলার সবার স্বাস্থ্যসাথী কার্ড হবে, শুভেন্দু কেন আমার নামেও অন্য জেলাতে পোস্টার পড়ে: অনুব্রত মন্ডল

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: রাজ্যে দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। এখন পরিবারের সবাই এই কার্ড পাবে। বাড়িবাড়ি  গিয়ে দেওয়া হবে। রাজ্যে ১৩৭ টি এবং বীরভূমে ৫৯টি হাসপাতাল যুক্ত।  ভেলোরেও চিকিৎসা করানো হবে। এই সুবিধা ভারতে একমাত্র এই রাজ্যে আছে। এদিন অনুব্রত মন্ডল বলেন, শুভেন্দু অধিকারীর মন্ত্রীপদ থেকে পদত্যাগ করা নিয়ে অনুব্রত মন্ডল সরাসরি কিছু বলতে অস্বীকার করেন।
তিনি বলেন এটা রাজ্যের  ব্যাপার, রাজ্যের নেতারা বলবেন। পরে তিনি শুভেন্দুর নামে পোস্টার পরা নিয়ে অনুব্রত বলেন, শুভেন্দুর নামে কেন আমার নামেও মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও পোস্টার পরে। লেখা থাকে অনুব্রত মন্ডলের সঙ্গে থাকতে চাই, অনুব্রত মন্ডলের সাথী হতে চাই। ফেসবুকেও লেখে। আসলে মানুষ যে যাকে ভালোবাসে। তৃণমূলে বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে বিধায়ক যোগ দিয়েছে তার নিজের এলাকায় কি অবস্থা সেটা আগে দেখতে হবে। এখানে গদাধর হাজরা, মনিরুল ইসলাম গিয়ে ছিল তাদের কি অবস্থা আমদের থেকে আপনারা আরও ভালো জানেন। গদাধর হাজরার তৃণমূলে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, ফিরে আসতেই পারে, কিন্তু দেখতে হবে পায়ের জোর কতটা আছে দেখতে হবে।
লকেট চ্যাটার্জি বলেছেন, আগামী দিনে তৃণমূলে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবে না এই প্রসঙ্গে অনুব্রত বলেন, এটা বোকার মত কথা। আমি কিছু বললে ও হিরো হয়ে যাবে ওর জিরো থাকায় ভালো। সিপিএমে শুধু বিমান বসু আছে আর কেউ নেই, কংগ্রসে শুধু প্রদীপ ভট্টাচার্য আছে আর কেউ নেই। বোকা বোকা কথা।

Related Articles

Back to top button
Close