
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভেন্টিলেশনে থাকলেও শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শুক্রবার সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করেছেন চিকিৎসকরা। বুদ্ধদেববাবু ভেন্টিলেশন ছাড়া স্থিতিশীল থাকতে পারছেন কিনা তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে তাঁরা দেখতে চাইছেন। উল্লেখ্য, বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে উডল্যান্ডস হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে তাঁর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। কড়া ডোজের ঘুমের ওষুধ আর তাঁকে দেওয়া হচ্ছে না। রক্তচাপ, অক্সিজেনের মাত্রা আপাতত স্বাভাবিক। ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে তন্দ্রাচ্ছন্ন অবস্থা এখনও কাটেনি তাঁর। ভেন্টিলেশনের মাত্রা কমলেও, তা চলছে। সবমিলিয়ে, এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংকট কেটেছে বলে জানাতে পারছেন না চিকিৎসকরা।
আরও পড়ুন: এবার খোদ মায়ের বিরুদ্ধে উঠল ছেলেকে খুনের অভিযোগ, বাড়ির ছাদে মিলল কঙ্কাল!
শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভরতি হন ৭৬ বছর বয়সি বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। তবে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভরতি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। শুক্রবার সকালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯৬, যা স্বাভাবিক। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কৌশিক বসু ও সৌতিক পাণ্ডার অধীনে। বুধবার তাঁকে হাসপাতালে ভরতি করানোর পর করোনা পরীক্ষাও হয়। রিপোর্ট নেগেটিভ আসায় অনেকটা স্বস্তিতে চিকিৎসকরা।