দাঁইহাটে দুঃস্থ পরিবারগুলিকে সহায়তায় বিনামূল্যের সবজি বাজার খুলেছেন প্রাক্তন কাউন্সিলার
দিব্যেন্দু রায়, দাঁইহাটা: লকডাউনের কারনে দরিদ্র মানুষ যাতে খাদ্যসংকটে না পড়ে তাই রেশনে সরকারিভাবে বিনামুল্যে চাল-আটা বিলি করা হচ্ছে । কিন্তু বিনামূল্যে চাল ও আটা পেলেও শাকসবজি সহ অনান্য খাদ্য সামগ্রী জোটাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে দুঃস্থ পরিবারগুলিকে। তাই এলাকার দুঃস্থ পরিবারগুলিকে সহায়তা দিতে রবিবার থেকে দাঁইহাট পুর এলাকার পাতাইচন্ডীতলায় দু’দিনের জন্য বিনামূল্যের সবজির বাজার খুলেছেন দাঁইহাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুদীপ্ত রায়।
তাঁর এই বাজারে আলু,পিঁয়াজ সহ বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি ছিল সয়াবিন ও সাবান। তবে শুধু ১৩ নম্বর ওয়ার্ডই নয় সুদীপ্তবাবুর এই সবজির বাজার থেকে ৭ ও ৮ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ সবজি নিয়ে যান। এদিন প্রায় চার শতাধিক মানুষ সুদীপ্তবাবুর বিনামূল্যের এই বাজার থেকে সবজি সংগ্রহ করে নিয়ে যান বলে জানা গেছে । সুদীপ্তবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জ্যনিয়েছেন এলাকার মানুষ ।