
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রবিবার কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপারজিত মুখোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। RSS-এর তরফে জানানো হয়েছে, কলকাতা সফরে বিশেষ সম্পর্ক অভিযানে রবিবার সন্ধ্যায় নপরাজিত মুখোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা ছিল মোহন ভগবতের। কিন্তু তার আগে নিজেই কেশব ভবনে চলে আসেন তিনি।
উল্লেখ্য, দু দিনের সফরে কলকাতায় এসেছেন মোহন ভাগবত। কলকাতার দলীয় দফতর কেশব ভবনে ছিলেন তিনি। আরএসএসের দাবি এই সাক্ষাত্ সৌজন্যমূলক স্বাক্ষাত্। অন্যদিকে এ নিয়ে এখনও নপারজিত মুখোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ১৪ ডিসেম্বর থেকেই চলবে মেদিনীপুর-খড়গপুর-হাওড়া রুটে একগুচ্ছ এক্সপ্রেস
এদিন গাড়ি থেকে নেমে ফাইল হাতে কেশব ভবনে ঢুকতে দেখা যায় নপরাজিতবাবুকে। এতেই শুরু হয়েছে গুঞ্জন। রাজ্য পুলিশের ডিজি ছাড়াও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন নপরাজিতবাবু। মোহন ভবগতের হাতে কোন ব্রহ্মাস্ত্র তুলে দিয়ে এলেন তিনি, সেই নিয়ে ছড়িয়েছে জল্পনা। RSS-এর তরফে জানানো হয়েছে, নেহাতই সৌজন্য সাক্ষাত সেরেছে দুপক্ষ।