কৃষক বিদ্রোহে উত্তপ্ত দেশ, পদ্মবিভূষন ত্যাগ করলেন পাঞ্জাবের প্রাক্তণ মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কৃষক বিদ্রোহে উত্তপ্ত গোটা দেশ। সেই প্রতিবাদেই এবার পদ্মবিভূষন ত্যাগ করলেন পাঞ্জাবের প্রাক্তণ মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। কৃষকদের স্বার্থে প্রথম মন্ত্রিত্ব ছেড়েছে। তারপর এনডিএ জোট ছেড়েছে শিরোমণি অকালি দল। এবার দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল পদ্মবিভূষণ সম্মান ফেরালেন। জানালেন, ‘কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হয়েছে। প্রতিবাদে এই সিদ্ধান্ত।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হল পদ্ম বিভূষণ। ২০১৫ সালে এই সম্মান পেয়েছিলেন প্রবীণ অকালি দল নেতা প্রকাশ। এদিন সেই সম্মান ফিরিয়ে তিনি জানালেন, ‘আমি যা, তা সবটাই সাধারণ মানুষের জন্য, বিশেষত কৃষকদের জন্য। আজ যখন তাঁরা সম্মান হারাচ্ছে, তখন পদ্ম বিভূষণ সম্মান রেখে দেওয়ার কোনও মানে হয় না।’
শুধু প্রকাশ নন, এর আগে পাঞ্জাবের বহু ক্রীড়াবিদ, বিশিষ্টরা সম্মান ত্যাগের ঘোষণা করেছেন। ৫ ডিসেম্বর তাঁরা কৃষকদের সমর্থনে মিছিল করে আসবেন।