পরীক্ষা বানচাল করার জন্য লকডাউনের রাজনীতি মমতার, তোপ রাহুল সিনহার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেইই, নিট পরীক্ষার বিরোধিতায় সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাষণ- সবক্ষেত্রেই নিট, জেইই পরীক্ষার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তাৎপর্যপূর্ণ অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ পরীক্ষা বানচাল করার জন্যই পরীক্ষার সপ্তাহেই তিনদিন সম্পূর্ণ লকডাউন করছে রাজ্য সরকার।
এদিন বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ মমতা ও তাঁর সরকার ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে। সর্বোচ্চ আদালতের নির্দেশও অমান্য করতে চাইছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউজিসি কারও সঙ্গে আলোচনা না করেই হৈচৈ জুড়ে দিয়েছেন। পরীক্ষা যাতে বানচাল হয় তাই পরিকল্পিতভাবে ওই সপ্তাহে তিন দিন সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে। ‘
তিনি আরও বলেন, ” কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ পরীক্ষা না নিয়ে এর আগে চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দিয়েছিল। এখন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সেইসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। আর এসবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ি।’
এদিন তিনি তৃণমূলের নতুন প্রচার ‘ ইউথ ইন পলিটিক্সের’ তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ”মমতা জানেন তৃণমূল ডাকলে যুবরা কেউ তাঁর দলের আসবে না। তাই নতুন ফাঁদ পেয়েছেন। মুখোশের আড়ালে নিজেদের প্রচারের কাজ চালাচ্ছে। টাটার ন্যানো বিদায়ের পর শিল্পপতিরা রাজ্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। তাই যুবদেরও এই সরকারের উপর ভরসা নেই।’
তিনি বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে আঁকড়ে বাঁচতে চাইছেন। কংগ্রেস নিজেই ক্ষয়িষ্ণু, মমতাকে কী বাঁচাবে। মমতা তাই কংগ্রেসের সঙ্গে বামেদেরও সঙ্গী করতে চাইছেন। কোন লাভ নেই, বিজেপির সঙ্গে মানুষের জোট হয়েছে। একুশে তারই প্রতিফলন হবে।’