fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ডাস্টবিন-এর মধ্যে হাড়গোড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: ডাস্টবিন-এর মধ্যে হাড়গোড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকার ঘটনা। ওই এলাকায় একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় কিছু হাড়গোড়। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

[আরও পড়ুন- প্রধানমন্ত্রী আদিবাসী যোজনা প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকা প্রতারণা, পলাতক স্বামী-স্ত্রী]

পৌরসভার সাফাই কর্মীরা এই ডাস্টবিন পরিষ্কার করতে এসে এই হাড়গুলো দেখতে পায়। এই হাড়গুলো মানুষের না কোনও পশুর, তা নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মধ্যে। এলাকার বাসিন্দারা জগদ্দল থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসেন জগদ্দল থানার পুলিশ। ওই হাড়গোড়গুলি একটি পলিথিনের প্যাকেটে করে ফরেনসিক রিপোর্টের জন্য  নিয়ে যাওয়া হয়। এলাকার বাসিন্দাদের প্রাথমিকভাবে অনুমান, কেউ বস্তা করে এখানে হাড়গুলি ফেলে দিয়ে গেছে। ওই এলাকার মানুষদের দাবি এই হাড়গুলির ফরেনসিক পরীক্ষা করলে আসল তথ্য জানা যাবে।

 

Related Articles

Back to top button
Close