বুদবুদে যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, বুদবুদ: যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, বুদবুদ থানার সাঁকুড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ছোটন ঘোষ (২৬)। তিনি পেশায় তেল ট্যাঙ্কার চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে ছোটনবাবুর বিয়ে হয়। তিনি ভিন রাজ্যে তেল ট্যাঙ্কার চালাতেন। লকডাউন হওয়ার সময় মার্চ মাসে তিনি গ্রামের বাড়িতে ফিরেছিলেন। এদিন পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। এবং পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের পরিবারের লোকজনের দাবি, লকডাউনে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিল। স্থানীয় চাকচেতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য বলেন, ওই যুবক পরিযায়ী শ্রমিক ছিলেন। লকডাউনে বাড়ি ফিরে আসেন। মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।