পশ্চিমবঙ্গহেডলাইন
সরকারি নির্দেশিকা সত্ত্বেও মিষ্টির দোকানগুলিতে লাগানো হচ্ছেনা মেয়াদ উত্তীর্ণ বিষয়ক ট্যাগ

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: সরকারি নির্দেশিকা জারি হলেও কুমারগ্রামের বিভিন্ন এলাকার মিষ্টির দোকানগুলিতে মেয়াদ উত্তীর্ণ বিষয়ক ট্যাগ লাগানো হচ্ছেনা। ফলে ক্রেতারা বুঝতে পারছেননা কোন মিষ্টি কবেকার তৈরি। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে কোন মিষ্টি কবে বানানো হয়েছে, তার মেয়াদ কতদিন এসব বিষয় সম্বলিত ট্যাগ লাগিয়ে মিষ্টি বিক্রি করতে হবে।
কিন্তু মিষ্টি বিক্রেতারা এই নির্দেশ মানছেননা। কেন তারা ট্যাগ লাগাচ্ছেননা জানতে চাইলে বেশীরভাগ মিষ্টি ব্যবসায়ীরা জানান যে তারা এই বিষয়ে কোনও নির্দেশিকা এখনও প্রশাসনের পক্ষ থেকে পাননি। নির্দেশিকা হাতে পেলে অবশ্যই তারা ট্যাগ লাগাবেন। প্রশাসন সুত্রে জানা গেছে খুব শীঘ্রই সমস্ত মিষ্টি বিক্রেতাদের এ বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে।