বাগদাদের অস্ত্রঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। রবিবার দক্ষিণ বাগদাদের একটি অস্ত্রঘাঁটিতে এই বিস্ফোরণে ঘটনা ঘটে। প্রচণ্ড তাপমাত্রার কারণে এই বিস্ফোরণ বলে জানা গেছে।তবে কোনও হতা-হতের কোনও খবর নেই। এটি ইরাকের ফেদেরাল পুলিশ ফোর্সের অস্ত্রাগার ছিল। সেনাবাহিনী সূত্রে খবর, প্রচণ্ড তাপমাত্রার কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:‘গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্রের শাসকদল’: রাহুল
এদিন সন্ধেয় বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার মিলিটারি বেসের অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি উভয়েই ব্যবহার করে। এর আগে গত বছর আগস্টেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ওই অস্ত্রাগারে। সেই অগ্নিকাণ্ডে প্রচণ্ড জোড়ে কেঁপে উঠেছিল বাগদাদ। ঘটনায় একজন মারা যান। আহত হয়েছিলেন ২৯ জন।
গত বছর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাওয়ায় ইরাকের আধা সামরিক বাহিনী একের পর এক বিস্ফোরণের ঘটনার দায় চাপিয়েছিল আমেরিকা ও ইজরায়েলের উপর।