আন্তর্জাতিকহেডলাইন
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের প্রধান রণতরীতে বিস্ফোরণ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের প্রধান রণতরী মস্কোভায় বিষ্ফোরণ। বৃহস্পতিবার ভোরে রাশিয়া বলেছে, জাহাজটিতে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে। তবে ইউক্রেন এর আগে দাবি করেছিল, তাদের ছোড়া রকেট মস্কোভায় আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের গোলাবারুদের মজুদ বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়।
রুশ মিডিয়ার খবরে দাবি করা হয়েছে, সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রুশ কর্তৃপক্ষ বলেছে, কী কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এর আগে বুধবার ওডেসার গভর্নর বলেছিলেন, জাহাজটিতে ইউক্রেনীয় রকেট আঘাত হেনেছে।