fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিস্ফোরক ভর্তি ট্রাক উদ্ধার সাঁইথিয়ায়

সুব্রত মুখোপাধ্যায়, সাঁইথিয়া :  সাঁইথিয়ায় একটি বিস্ফোরক ভর্তি মিনি ট্রাক উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে রুটিন পুলিশি টহলের সময় রাস্তায় ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ড্রাইভার বা খালাসি কেউ ট্রাকে ছিল না।

     আরও পড়ুন: মিলল না স্বস্তি, অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিন খারিজ করল বম্বে হাইকোর্ট

তল্লাশী চালিয়ে দেখা যায় ত্রিশটি জিলেটিন স্টিক ভর্তি পেটি রয়েছে ট্রাকে। সঙ্গে সঙ্গে ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা মারফৎ খবর নিয়ে জানা যায় পুলিশ ট্রাকটির মালিকের খোঁজখবর করছে। কোনও খবর পাওয়া না গেলেও পুলিশের অনুমান এর সঙ্গে কোনও বড় পাচার চক্র যুক্ত রয়েছে।

Related Articles

Back to top button
Close