বিস্ফোরক সুদীপ্ত সেন… এক ঝাঁক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ! প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সুদীপ্ত সেন। সূত্রের খবর, ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রভাবশালীর নাম রয়েছে। চিঠিতে ওই ব্যক্তিদের টাকা দেওয়ার কথা জানিয়েছেন সুদীপ্ত। কয়েকদিন আগেই সারদা চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে এসেছিল একটি অডিও ক্লিপ। আর ওই অডিওক্লিপে রয়েছে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর। এবার সুদীপ্তর চিঠি।
সারদা মামলায় গত ৭ বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন। ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রভাবশালীর নাম উল্লেখ করেছেন সারদা কর্তা। সুদীপ্তর অভিযোগ, তাঁর কাছ থেকে নানা সময়ে টাকা নিয়েছেন ওই ৬ জন। এই প্রথম জেল থেকে সুবিধাভোগীদের নাম দিয়ে চিঠি দিলেন সুদীপ্ত। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতরে পত্রটি পাঠানোর ব্যবস্থা করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।
সূত্র মারফত জানা গিয়েছে, সুদীপ্ত সেন চিঠিতে লিখেছেন, শুভেন্দু অধিকারীকে তিনি ৬ কোটি, বিমান বসুকে ২ কোটি, সুজন চক্রবর্তীকে ৯ কোটি, অধীর চৌধুরীকে ৬ কোটি টাকা।