
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আজ নবান্ন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে বৈঠকের কেন সেসে ছাড় দিচ্ছে না কেন্দ্র? কেন্দ্রীয় শুল্কের হার কমলে রাজ্যের কর থেকেও আয় কমে যায়। তার জন্য প্রতি লিটারে পেট্রোল রাজ্যের ১.৮০ টাকা, ডিজেল এ ১.৩ টাকা আয় কমেছে রাজ্যের। এর পাশাপশি ১ টাকা করে সেস কমানো আগেই আছে।তার ফলে ২.৮০ টাকা লিটারে কম পাচ্ছে রাজ্য । ডিজেলে মিলছে ২.৩ টাক কম।বর্তমানে পেট্রোলের উপর রাজ্যের কর ২৫ শতাংশ ৷ ডিজেল এর উপর ১৭ শতাংশ। এর জেরে রাজ্যের মোট ১১৪১ কোটি টাকা লোকসান হতে চলেছে ৷
মুখ্যমন্ত্রী জানান রাজ্য সেসের টাকা পায় না ৷ যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে তারা অনেক বেশি টাকা পায়৷ বাংলা তাদের প্রাপ্য টাকা থেকেই বঞ্চিত৷ ফলে রাজ্য কোথা থেকে ছাড় দেবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় তুঘলকি শাসন ব্যবস্থা চালাচ্ছে বিজেপি। স্ট্যালিন, হিটলারের থেকেও খারাপ শাসনব্যবস্থা। এজেন্সি ব্যবহার করে এই তুঘলকি শাসন ব্যবস্থা চালাচ্ছে বিজেপি। সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে স্বশাসন দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী। স্ট্যালিন, হিটলার, মুসোলিনির জমানাতেও এমন নিকৃষ্ট মানের রাজনীতি দেখা যায়নি।