fbpx
আন্তর্জাতিকহেডলাইন

প্রবল ঝড়ে বিপর্যস্ত কানাডা, নিহত ৯, বিদ্যুতহীন ৯ লক্ষ বাড়ি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রবল ঝড়ের কবলে কানাডা। এখনও পর্যন্ত প্রাণ গেছে ৯ জনের। প্রায় ৯ লক্ষ বাড়ি বিদ্যুতহীন। বিপর্যস্ত দক্ষিণ কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশ। ঝড়ে ভাঙা গাছ চাপা পড়ে চারজন এবং অটোয়া নদীতে নৌকাডুবিতে এক মহিলার মৃত্যু হয়েছে। কানাডার পরিবেশ দফতরের তথ্য অনুযায়ী ঝড়ের সময় ঝোড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় ৮২ মাইলে উঠেছিল।

অন্টারিওতে বিদ্যুৎ সরবরাহ করা কোম্পানি হাইড্রো ওয়ান বলেছে, প্রতিটি বাড়িতে আবার সংযোগ ঠিক করতে বেশ কয়েক দিন সময় লাগবে।

এদিকে, হাইড্রো কুইবেক বলেছে, সে প্রদেশে সাড়ে ৫ লাখ বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪ লক্ষ বাড়িতে বিদ্যুৎ ছিল না।

শক্তিশালী বজ্রবিদ্যুৎসহ ঝড় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বহু গাছ ভেঙে পড়েছে। ঝড়ে যান চলাচল ব্যাহত ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কানাডার মিডিয়ায় প্রচারিত ছবিতে অগ্নিনির্বাপক ও পরিষেবা কর্মীদের অটোয়াতে একটি রাস্তায় গাড়ির ওপরে পড়ে থাকা বিদ্যুতের লাইন এবং খুঁটি সরিয়ে নেওয়ার কাজ করতে দেখা যায়।

Related Articles

Back to top button
Close