পশ্চিমবঙ্গহেডলাইন
টোল প্লাজায় বিজেপির গাড়ি আটকানোয় এলাকায় চরম উত্তেজনা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের গুয়াবাড়ি টোল প্লাজায় বিজেপির গাড়ি আটকানোর ফলে উত্তেজনা কর্মীদের মধ্যে। বিজেপির আলিপুরদুয়ার জেলার সহ সম্পাদক বিপ্লব সরকার জানান এদিন আলিপুরদুয়ারে দলের যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ‘র নেতৃত্বে একটি কর্মসূচিতে যোগ দিতে বিজেপি কর্মীরা ভাড়া গাড়িতে করে আলিপুরদুয়ার যাচ্ছিলেন, সেই সময় একত্রিশ /সি জাতীয় সড়কে গুয়াবাড়ি টোল প্লাজায় পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পুলিশ সুত্রে জানা গেছে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা উপর মহলের নির্দেশ অনুসারেই একাজ করেছেন। উত্তেজিত বিজেপি কর্মীদের সাথে বাক বিতন্ডা শুরু হয় পুলিশের। বেশ কিছুক্ষন কথা কাটাকাটির ও আলোচনার পর পুলিশ গাড়ি গুলি ছেড়ে দিলে উত্তেজনা প্রশমিত হয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।