বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করে বিজেপির পক্ষে সায় ফেসবুকের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হিংসাত্মকমূলক কোনও পোস্টকে সমর্থন করেনা ফেসবুক। হিংসায় উস্কানি দিতে পারে, এমন যে কোনও পোস্টে বাধা দেয় ফেসবুক৷ সম্প্রতি এমনই জানাল ফেসবুকের এক মুখপাত্র।
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে, ভারতে ফেসবুক, হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ করে বিজেপি এবং আরএসএস৷ এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে এই অভিযোগ করেছিল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে, বিজেপি, আরএসএস বিদ্বেষমূলক পোস্ট করলেও কড়া পদক্ষেপ নেয় না ফেসবুক৷
গত রবিবার থেকে এই নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি৷ অবশেষে ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, কোনও রকম হিংসাত্মকমূলক পোস্টকে সমর্থন করেনা তাঁরা। একই সঙ্গে তিনি বলেন, গোটা বিশ্ব জুড়েই রাজনৈতিক পদ বা রং না দেখেই এই নীতি অনুসরণ করা হয়৷
[আরও পড়ুন- নীল জলরাশির এই রাজ্যে থাবা বসাতে পারেনি করোনা]
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে ট্যুইটারে বিজেপিকে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সাংসদ শশী থারুরও ট্যুইটারে দাবি করেন যে, ‘তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি নিশ্চয়ই এই রিপোর্টে তোলা অভিযোগ নিয়ে ফেসবুকের বক্তব্য তলব করবে৷ ভারতে বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে তাদের অবস্থান কী, তা জানতে চাওয়া হবে৷’
এরপর কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ ট্যুইটারে তিনি লেখেন যে, নিজেদের দলে থাকা মানুষেরই আস্থা অর্জনে ব্যর্থরা অভিযোগ করে যে বিজেপি এবং আরএসএস গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে৷ এরসবের ইতি টেনে ফেসবুকের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে, কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না ফেসবুক। কোনও উস্কানিমূলক পোষ্টকে আটকায় তাঁরা।