গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ফের যোগী রাজ্যে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ ঘটল উত্তরপ্রদেশের একটি কারখানায়। ঘটনার জেরে প্রাণ গেল প্রায় ৭ জনের। আহত হয়েছেন ৪ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
मोदी नगर में एक फैक्ट्री में हुए धमाके में 7 लोगों की मौत, 4 घायल: अजय शंकर पांडे, जिला मजिस्ट्रेट गाजियाबाद pic.twitter.com/vkqN6DTFUO
— ANI_HindiNews (@AHindinews) July 5, 2020
জানা গিয়েছে, রবিবার গাজিয়াবাদের মোদী নগর এলাকার একটি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে সাত জনের। আহত হয়েছেন কমপক্ষে চার জন। গাজিয়াবাদের জেলাশাসক অজয় শংকর পাণ্ডে জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছে দমকল ও উদ্ধারকারী দল। হতাহতদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা চলছে। তবে আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…