fbpx
দেশহেডলাইন

গোটা দেশজুড়ে বাড়ছে ২০০ ও ৫০০’র জাল নোটের সংখ্যা!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্তমানে গোটা দেশজুড়ে বেড়েই চলেছে জাল নোট ছাপানোর কোকর। ইতিমধ্যেই নোটবন্দির পরে দু’হাজার টাকার নোট ইস্যু করা হলেও  কেন্দ্রীয় সরকার তা তুলে দেবে বলে জল্পনা ছিল।

এদিকে ২০১৯-২০ আর্থিক বর্ষে একটিও ২ হাজারের নোট ছাপানো হয়নি বলে জানিয়ে তা আরও উসকে দিল রিজার্ভ ব্যাংক। এই আর্থিক বর্ষে সরকারের তরফে তাদের ২ হাজারের নোট ছাপানোর বিষয়ে কোনও নির্দেশ দেয়নি বলেও জানানো হয়েছে। সম্প্রতি তাদের তরফে প্রকাশিত বার্ষিক রিপোর্টে এই কথা উল্লেখ করার পাশাপাশি গত তিনটি আর্থিক বর্ষে এই নোটের সরবরাহ ক্রমশ কমেছে বলেও জানিয়েছে তারা।

আরবিআই জানিয়েছে, ২০১৮ সালের মার্চ পর্যন্ত দেশজুড়ে ৩৩ হাজার ৬৩২ লক্ষ ২ হাজারের নোট সরবরাহ করা হয়েছিল। কিন্তু, ২০১৯ সালের মার্চ পর্যন্ত ৩২ হাজার ৯১০ লক্ষ ও ২০২০ সালের মার্চ পর্যন্ত ২৭ হাজার ৩৯৮ লক্ষ সরবরাহ করা হয়। শতাংশের হিসাবে ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রায় .৩ শতাংশ সরবরাহ কমেছে।

অন্যদিকে গত তিন বছরে ২০০ ও ৫০০ টাকার নোটের সরবরাহ আগের থেকে অনেক বেড়েছে। কিন্তু, এবার লকডাউন ও করোনার কারণে রিজার্ভ ব্যাংকে গত বছরের তুলনায় সমস্ত নোটের সরবরাহ ২৩.৩ শতাংশ কমেছে।

Related Articles

Back to top button
Close