fbpx
কলকাতাগুরুত্বপূর্ণবিনোদনহেডলাইন

সুরের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্র

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সুরের জগতে নক্ষত্রপতন। চলে গেলেন কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্র। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রবাদপ্রতীম শিল্পী। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বাড়িতে প্রয়াত হন এই শিল্পী। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত চার-পাঁচ দিন ধরে অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল। চলে গেলেন নির্মলা মিশ্র।

শিল্পীর কন্ঠে ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘বলো তো আরশি তুমি মুখটি দেখে’, ‘ও তোতা পাখি রে’ সহ একাধিক গান আজও জনপ্রিয়।

নির্মলা মিশ্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হলে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আবারও কিছুদিনের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এবার গত ৫ দিন ধরে শরীরটা বেশ খারাপ করেছিল। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার সকাল থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। শনিবার রাত ১২ টার দিকে কলকাতার চেতলার বাড়িতে জীবনাবসান হয় শিল্পীর।

নির্মলা মিশ্রের স্বামী, পুত্র ও পুত্রবধূ রয়েছেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রবীন্দ্র সদন, রাজ্য সংগীত অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে প্রয়াত সংগীত শিল্পীর মরদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

 

Related Articles

Back to top button
Close