গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
করোনায় মৃতদের হাসপাতালে শেষ শ্রদ্ধা জানাতে পারবে পরিবার: স্বাস্থ্য দফতর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় মৃত ব্যক্তির দেহকে এবার শেষ দর্শন করতে পারবেন তাঁর পরিবারের সদস্যরা। তবে নির্দিষ্ট দূরত্ব থেকেই প্রয়োজনীয় পিপিই কিট পরিধান করে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন পর্যন্ত মৃতের পরিজনরা। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
এ নির্দেশিকায় যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা হলো,
* মৃত্যুর এক ঘণ্টা পর মৃতের পরিবারকে হাসপাতাল আহ্বান জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ।
নির্দিষ্ট দূরত্বে স্বচ্ছ ফেস কভার দিয়ে মরা থাকবে দেহ যাতে দূর থেকেই আমি তোকে দেখতে পান তার পরিজনেরা।
সানি টাইপ করার পর পরিজনদের মাস্টার অন্যান্য সামগ্রী দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃতদেহ ৩০ মিনিটের জন্য রাখা হবে সেই সময় তার পরিচয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।