নিজের জেলাতে পোস্টিং-এর দাবীতে সরব পুলিশকর্মীদের পরিবার
শান্তনু চট্টোপাধ্যায়, রায়গঞ্জ: পুলিশ প্রশাসনে কর্মরত আত্মীয়দের নিজ জেলা বা বাড়ির কাছাকাছি জেলাতে পোস্টিং এর দাবীতে রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা। সোমবার এস পি অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। পরে এবিষয়ে স্মারক লিপি তুলে দেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমারের হাতে।
পুলিশসুপার তাদের দাবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার আশ্বাস দেন এদিন। উল্লেখ্য দীর্ঘ আট থেকে দশ বছর পার হয়ে গেলেও এই জেলার অনেক পুলিশ কর্মী দূরবর্তী জেলাগুলিতে কর্মরত। বারংবার বদলীর আবেদন জানানো স্বত্বেও কোনো কাজ হয় নি। সম্প্রতি লকডাউন চলার কারনে আরো অসহায় অবস্থায় পড়েছেন পুলিশ কর্মীদের পরিবার। অনেকের পরিবারে অসুস্থ বৃদ্ধ বাবা মা রয়েছেন, কারোর বা স্ত্রী ও শিশু সন্তান। লকডাউনের ফলে পুলিশকর্মীরা বাড়িতে ফিরতে না পারায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদের নিজ জেলায় বা পাশ্ববর্তী জেলায় নিয়ে আসার দাবী তুললেন পরিবারের সদস্যরা।
প্রিয়া সাহা নামে এক গৃহবধূ বলেন, “আমার স্বামী দীর্ঘ আটবছর ধরে দূরবর্তী জেলাতে রয়েছেন। আমার শ্বশুর, শাশুড়ী অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জন কারী আমার স্বামী। বাড়িতেও ফিরতে পারছেন না। খুব সমস্যায় রয়েছি আমরা।” লক্ষী বিশ্বাস নামে অপর একজন বলেন,” আমার স্বামী বহু বছর ধরে বাইরে। আমার মায়ের অপারেশন হয়েছে। তার চিকিৎসা করাতে পারছি না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুলিশ কর্মীদের যাতে বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়া হয়। সেজন্য আজ এস পি অফিসে এসেছি।”
এদিকে স্মারকলিপি গ্রহন করার পর রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন এই দাবীপত্র উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।