fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গৃহস্থের বাড়িতে আগুন লেগে সর্বস্বান্ত পরিবার, পরিদর্শনে স্থানীয় প্রশাসন

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: ভোরের আলো ফুটতে না ফুটতেই আচমকা অগ্নিকাণ্ডে গৃহস্থের সব পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে বুধবার হাঁসখালি থানা এলাকার জয় নারায়ণপুর গ্ৰামে। বাকরুদ্ধ গৃহকর্তা শ্যামল বাবু। তিনি জানান, ঘুম থেকে উঠেই এই বিপত্তি।পাড়া প্রতিবেশীদের তৎপরতা সহ রানাঘাট থেকে আসা দমকলের সহযোগিতায় আগুন নেভানো সম্ভবপর হলেও পুড়ে সব শেষ। কীভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছে না গৃহকর্তা শ্যামল সরকার সহ পরিবারের লোকেরা।

আরও পড়ুন: মুসলিম কট্টরপন্থীদের উপদ্রব কমাতে আরও কড়া ফ্রান্স, সমর্থনে ভারতে টুইটার জুড়ে

ঘটনার পর এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় বগুলা ১ নং গ্ৰাম পঞ্চায়েত প্রতিনিধি সহ হাঁসখালি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল। ঘরে মজুত ছিল, পাটজাত পণ্য, খাদ্যশস্য, আসবাবপত্র, কাপড় চোপড় সব পুড়ে ছাই।

Related Articles

Back to top button
Close