fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মেদিনীপুরে অভিনব ধর্মঘট, রাস্তা আটকে বাম যুব-কর্মীরা খেললেন ক্রিকেট

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরে রাস্তায় বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় নেমে পড়েছিল লাল পাতাক হাতে বাম নেতা কর্মী সমর্থকেরা। এই বনধ সমর্থন করতে অভিনব উপায় অবলম্বন করল বামের যুব-সর্মথকরা।

এদিন মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর সরকারি বাস আটকে তার সামনে দীর্ঘক্ষণ ধরে চলল বাম যুব কর্মীদের ক্রিকেট খেলা। দীর্ঘক্ষণ ধরেই এই চিত্র চলার পর ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ আসে, প্রচুর পরিমাণে বাহিনী নিয়ে বাম যুব কর্মী-সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এতে রীতিমতো বেগ পেতে হয়। এই চিত্র তারিয়ে তারিয়ে দেখলেন শহরের বহু পথচলতি মানুষ।

শহরের বিভিন্ন কলেজ ও অফিস গুলিতে সকাল থেকেই প্রবেশ পথে পতাকা লাগিয়ে বনধ এর ডাক দেয় তারা ৷ শহরের রাস্তায় পুলিশ পিকেটও চোখে পড়ার মতো গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বনধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে সমর্থকদের রীতিমতো ধ্বস্তা ধ্বস্তিরও ঘটনার খবর পাওয়া গিয়েছে৷ জেলা জুড়ে বহু বাম নেতা কর্মীকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷

Related Articles

Back to top button
Close