কেন্দ্রের সঙ্গে বৈঠকে সরকারের পরিবেশিত খাওয়ার মুখে তুললেন না কৃষকেরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সরকারের পরিবেশিত কোনও খাবারই মুখে তুললেন না কৃষকেরা। কেন্দ্রের সঙ্গে বৈঠকে নিজেদের সঙ্গে করে এসেছেন লঙ্গর। আর সেখান থেকেই নিজেদের খাবার বিতরন করে নিলেন প্রতিবাদী কৃষক নেতৃত্ব।
বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীযুষ গোয়েল এবং রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকেও মাথা নোয়াতে রাজি হলেন না কৃষকদের প্রতিনিধিরা। বৈঠকের ফাঁকে মধ্যাহ্নভোজের বিরতি। তখন কৃষক সংগঠনের প্রতিনিধিদের খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল সরকার। বিক্ষোভকারীদের সাফ জবাব, ‘নিজেদের খাবার নিয়ে এসেছি।’
বাইরে তখন লঙ্গরের খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভ্যান। কৃষকরাই সঙ্গে এনেছেন। বিরতির সময় বেরিয়ে এসে সেখান থেকে নিজেদের খাবার নিয়ে গেলেন। তার পর বিজ্ঞান ভবনে একটি লম্বা টেবিলের পাশে দাঁড়িয়েই সারলেন মধ্যাহ্নভোজ। অনেকে আবার খাবারের থালা নিয়ে বসে পড়লেন মাটিতেই।
এক কৃষক নেতা বললেন, ‘সরকারের দেওয়া চা বা খাবার আমরা খাইনি।’ আর এক নেতা বললেন, ‘লঙ্গর নিয়ে এসেছি। তাই খেয়েছি।’