করোনা আবহে পরিবেশের কথা ভেবে থার্মোকলের দুর্গা মূর্তি তৈরি করে পুজো সারলেন বাবা ও ছেলে

রুদ্র নারায়ণ রায়, অশোকনগর: করোনা আবহের মধ্যে দিয়েই এ বছরের মতন শেষ হল দুর্গোৎসব। মহামারীর আতঙ্ক নিয়েই বারোয়ারি থেকে পারিবারিক পুজোগুলো যৎসামান্য আয়োজনে নিয়ম মেনে পুজো হয়। করোনা বিধি মানতে একসঙ্গে একই স্থানে বহু মানুষের সমাগম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পারিবারিক পুজোগুলিতে সাধারণত দশমীর দিনই মায়ের বিসর্জন হয়ে থাকে। বিসর্জনের জন্য মা কে ঘাটে নিয়ে যাওয়ার জন্য থাকে বাহক। তবে করোনা আবহে এবার তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিয়েছে অশোকনগরের চ্যাটার্জি পরিবারের ছোট্ট তমোঘ্ন ও তার বাবা শমীক চ্যাটার্জি। গত দেড় মাস ধরে তারা থার্মোকল দিয়ে বানিয়ে ফেলেছে পূর্ণাঙ্গ একটি দুর্গামূর্তি। এবছর সেই মূর্তিকেই পুজো করা হয়। কাঠামো মূর্তি পুজোর জন্য লোকবলের দরকার হয়, কিন্তু এক্ষেত্রে থার্মোকলের মূর্তি হালকা হওয়ায় কিছুটা হলেও ভিড় এড়ানো সম্ভব হয়েছে। তবে এই মূর্তি দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা।
শমীকবাবু জানান, ছেলের আবদার ফেলতে পারেননি আর তার জন্যই অবসর সময় ছেলেকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এই মূর্তি। মূর্তি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার টাকা। এই মূর্তি তৈরি করে উৎসাহ পেয়ে আগামী বছর আরও নতুন কিছু করার চিন্তাভাবনা করছেন বলেও জানান শমীকবাবু।