fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

হিংসা ছড়ানোর অভিযোগে ৩ মাসে ২.২৫ কোটি পোস্ট ডিলিট হয়েছে, কংগ্রেসকে পাল্টা তোপ ফেসবুকের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হিংসা ছড়ানোর অভিযোগে ৩ মাসে ডিলিট হয়েছে ২.২৫ কোটি পোস্ট। এবার কংগ্রেসকে পাল্টা জবাব দিল ফেসবুক।শুধুমাত্র চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ২ কোটি ২৫ লক্ষ পোস্ট ডিলিট করা হয়েছে।

ফেসবুক ভারতে  বিজেপির সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ এনেছিল কংগ্রেস। এমন গুরুতর অভিযোগ নিয়ে মার্ক জুকারবার্গের সংস্থাকে চিঠি লেখে কংগ্রেস। এর উত্তরে ফেসবুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোনওভাবেই পক্ষপাতমূলক পোষ্টকে প্রশ্রয় দেয়না ফেসবুক। কংগ্রেসের অভিযোগ ছিল, একটি বিদেশি প্রতিষ্ঠান কীভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে।

[আরও পড়ুন- ড্রাগ পাচার চক্রে নাম জড়াল কেরলের সিপিএম নেতার ছেলের]

এরপর বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে নস্যাৎ করে ফেসবুক জানিয়ে দেয় যে, হিংসা ছড়ানোর অভিযোগে শুধুমাত্র চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ২ কোটি ২৫ লক্ষ পোস্ট মুছে দেওয়া হয়েছে।

 

 

 

 

Related Articles

Back to top button
Close