সার্ভিস রোডে বাজার বসায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, উদাসীনতার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের অন্যতম বানিজ্যকেন্দ্র বারোবিশার বুক চিরে চলে গিয়েছে একত্রিশ /সি জাতীয় সড়ক। এই সড়কপথে দিনরাত চলছে বিভিন্ন রাজ্যের পন্যবাহী ও অন্যান্য যানবাহন। স্থানীয় যানবাহন, সাইকেল আরোহী, ছোট যানবাহন সহ পথচারীদের চলাচলের জন্য জাতীয় সড়কের দুপাশে রয়েছে সহায়ক সড়ক। এই সার্ভিস রোড বা সহায়ক সড়কে বাজার বসায় সমস্যায় পড়েছেন স্থানীয় যানবাহন চালক থেকে পথচারী সকলেই। জাতীয় সড়কের পাশেই রয়েছে বাজার। সেখানে ফাঁকা জায়গা থাকা সত্বেও ব্যবসায়ীরা রাস্তার ওপরেই পন্য সামগ্রী নিয়ে বসছেন।
এলাকাবাসীর অভিযোগ প্রশাসনিক উদাসীনতার। তাঁরা বলেন, জাতীয় সড়ক বরাবর সম্পূর্ণ বাজার এলাকাকে প্রশাসন দুর্ঘটনা প্রবন এলাকা ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়েছে। তা সত্বেও সার্ভিস রোড থেকে বাজার সরানোর কোন উদ্যোগ নিচ্ছেনা প্রশাসন। এর আগে বারোবিশা বাজার লাগোয়া জাতীয় সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রানহানির ঘটনা ঘটেছে। সার্ভিস রোডে বাজার বসায় পথচারী সহ স্থানীয় বাসিন্দারা বাধ্য হচ্ছেন জাতীয় সড়ক ধরে চলাচল করতে। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
আরও পড়ুন: ‘আমেরিকায় যেমন ট্রাম্প হেরেছেন তেমনই এবার বিহারে বিজেপির হার নিশ্চিত’ আক্রমণ শিবসেনার
এ বিষয়ে বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহার কাছে জানতে চাইলে তিনি জানান এর আগে কয়েকবার সার্ভিস রোড থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীদের সার্ভিস রোডে দোকান দিতে বারন করা হয়েছে। তারা কথা শুনছেননা। এবার প্রশাসনকে ব্যবস্থা নিতে আবেদন জানানো হবে। বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি লাকপা লামা জানান বিষয়টি নিয়ে কেউ অভিযোগ জানাননি। অভিযোগ পেলে অবশ্যই সার্ভিস রোড থেকে বাজার সরিয়ে দেওয়া হবে।