fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পায়রাডাঙ্গায় জগন্নাথ সরকারের হাত ধরে তৃণমূলের পঞ্চাশজন কর্মী যোগ দিলেন বিজেপিতে

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: বিজেপির নদিয়া জেলা দক্ষিণ,পায়রাডাঙ্গা ৩৩ নং জেড পি-র কর্মী বৈঠকে সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এলাকার পঞ্চাশজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আজ বিজেপি পরিবারে যোগ দিলেন। সাংসদ জগন্নাথ সরকার, নতুনদের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পাশাপাশি সকলকে সাদরে বরণ করে নেন। জগন্নাথ বাবু কর্মী বৈঠকে দলীয় কর্মী সমর্থক সহ নতুন দের উদ্দেশ্যে বলেন,২০২১ এর নির্বাচন, রাজ্যে গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার নির্বাচন, পরিচ্ছন্ন সমাজ তথা রাজ্য তথা দেশ গড়ার নির্বাচন।

একতাবদ্ধ হয়ে সংকল্প নিয়ে হবে, সত্যের প্রতিষ্ঠায় অশুভ শক্তি তথা দূর্নীতিগ্ৰস্থ শাসক তৃণমূল কংগ্রেস কে হটিয়ে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার। মাননীয়া র অনুপ্রেরণায় বাংলায় সৈরাচারী শাসন চলছে। পিসি-ভাইপো সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে বাংলার সর্বস্তরের নাগরিক বৃন্দকে এগিয়ে আসতে হবে এবং ২০২১ এর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্ৰহনের মধ্যদিয়ে বাংলায় রাজনৈতিক পটভূমির পরিবর্তন ঘটাতে হবে।

Related Articles

Back to top button
Close