
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা দেশে ফিল্ম এবং টেলিভিশনের শুটিং শুরু করা যেতে পারে। রবিবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাড়েকর। কিন্তু যে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিটি (এসওপি) পেশ করা হয়েছে, তা মেনে চলতে হবে।
তিনটি পোস্ট করেছেন টুইটারে। যাতে বিস্তারিতভাবে এসওপি বা গাইডলাইনগুলি উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনি একটি ভিডিওয়ে নিজের বক্তব্য পেশ করেছেন। তিনি জানালেন, ‘ফিল্মের শুটিং এবং টিভি প্রোগ্রামগুলির শুটিংয়ের জন্য আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি প্রকাশ করছি। শুটিং শুরু হতে পারে সেকথা ঘোষণা করে আমি আজ অত্যন্ত খুশি। গত ছ’মাসে, এই শিল্প বিভাগটি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছিল করোনা ভাইরালের সংক্রমণের ভয়ে। যদিও কয়েকটি রাজ্য আংশিকভাবে শুটিং চালানোর অনুমতি দিয়েছে। তবে আজ আমরা স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি পেশ করছি। এটি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত সকলকে স্বাগত জানাচ্ছে। বিনোদন শিল্পের সঙ্গে জড়িত অর্থনীতি ধসে গিয়েছিল এক’দিনে। এটি দেশের অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ দিক। লক্ষ লক্ষ মানুষের রোজগার নির্ভর করে এই শিল্পক্ষেত্রের সঙ্গে। গত চার–পাঁচ মাস ধরে তাঁরা কাজ পাচ্ছিলেন না। অতএব, আমরা তাঁদের সুবিধার্থে এই নির্দেশ জারি করছি। আমি নিশ্চিত যে, প্রত্যেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন।’
Today @MIB_India have released a detailed SOP for resuming work in the media production industry. The general principles behind the SOP will help create a safe working environment for cast and crew in the industry. pic.twitter.com/UU0NbqONeO
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020
এবারে আসা যাক, গাইডলাইনের প্রসঙ্গে। মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। এসওপির অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়গুলি হল,
The SOP ensures adequate distancing at shoot locations and other work places and contains measures including proper sanitization, crowd management and provision for protective equipments pic.twitter.com/BCTTIzKffG
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020
সমস্ত গেটে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবহার, একে অপরের থেকে সবসময়ে ছ’ফুট দূরত্ব বজায়, ভিড় সামলানো, সামাজিক দূরত্বকে মাথায় রেখে বসার ব্যবস্থা, কোভিডের উপসর্গ দেখা দিলে সাময়িক আইসোলেশনের ব্যবস্থা। দর্শকদের সেটে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। এবং শুটিং লোকেশনগুলিতে আলাদাভাবে ঢোকা ও বেরনোর ব্যবস্থা থাকবে। সেট, মেকআপ রুম, ভ্যানিটি ভ্যান, ওয়াশরুম ইত্যাদি অবশ্যই স্যানিটাইজ করতে হবে রোজ। মেকআপ ও হেয়ার স্টাইলিস্টদের পিপিই দেওয়া হবে। একই প্রপ সকলে ব্যবহার করতে পারবে না। করলে স্যানিটাইজ করতে হবে।