fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, আটক ৫

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রার্থীদের থেকে টাকা তোলার দায়ে ধৃত একটি প্রতারণা চক্রের ৫ সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার জোড়ামন্দির অঞ্চলের শাস্ত্রী বাগানে।

এলাকাবাসী এবং কর্মপ্রার্থীদের থেকে জানা যায় যে “স্টার সার্ভিসেস” নামক এই এজেন্সিটির মালিক শূদ্রক সরকার ওরফে বাপাই। এয়ারপোর্ট, মেট্রোরেল,ব্যাংক সহ বহু সরকারি ও বেসরকারি নামজাদা প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন কর্মপ্রার্থীদের কাছ থেকে টাকা নেয়। কারও থেকে ২০০ টাকা, কারোর থেকে ৫০০, কারোর থেকে ২০০০ টাকা দাবি করে এবং সেই টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি

এলাকাবাসীর চোখের নাগালে দীর্ঘদিন ধরে ঘটতে থাকা এই প্রতারণা চক্রের হদিস পাওয়া মাত্রই তারা ওই প্রতারণা চক্রের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। এমনকি এই প্রতারণা চক্রটি রীতিমতো নাম করা এক দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অফিস খুলে বসেছে,তা দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসারদের। ওই প্রতারণা চক্রের অফিসটি সিল করে দিয়েছে বাগুইআটি থানার পুলিশ। অফিসে কর্মরত থাকা পাঁচ কর্মীকে আটক করে নিয়ে গেছে বাগুইআটি থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related Articles

Back to top button
Close