উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গ নিয়ে কি সতর্কতা দিলেন আবহবিদেরা জেনে নিন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: তীব্র ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত শহরবাসীর। সেই সঙ্গে চলেছে এলোপাথাড়ি ঝোড়ো হাওয়া। এর মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ও সিকিমে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। পূর্ব মেদিনীপুর-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে মেঘলা আকাশের পরিমাণ বেশি থাকবে। বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। জানা গিয়েছে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাপমাত্রা বেশি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তা খুব একটা অস্বস্তির কারণ হবে না বঙ্গবাসীর। এদিকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সতর্কবার্তা জারি থাকবে।
মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে অক্ষরেখার প্রভাব ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কেরল, তামিলনাড়ু পন্ডিচেরি, করাইকাল, কর্ণাটক সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের। অন্যদিকে হিমাচল ও রাজস্থানে আগামী ২৪ ঘন্টা তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।