অন্য পুজো স্বপ্ন খোঁজে, শারদীয় পোষাক বিতরণ

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: প্রতিবছরের মতো এবছরেও বারুইপুর এলাকার বিশিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা নড়িদানা স্বপ্নসন্ধান উৎসবের মরশুমে নতুন পোষাক তুলে দিল মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এই অতিমারীকালে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই এই আন্তরিক আয়োজন সম্পন্ন হয়। গান, আবৃত্তি, শুভেচ্ছাবার্তা প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার সাহিদুল লস্কর, লাদাখ চলে রিক্সাওয়ালা খ্যাত সত্যেন দাস, সমাজকর্মী মমতা পুরকায়েত প্রমুখ।
[আরও পড়ুন- জাতীয় সড়কে আগুনে ভস্মীভূত গাড়ি]
স্বপ্নসন্ধানের সম্পাদক সুমিত মন্ডল জানান, এই পোষাক বিতরণ নিছক দাতা, গ্রহীতা বা দান, অনুদান নয়। অন্তরের টানে নিজ পরিবারের সন্তানদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতায় সমর্পিত এই শারদীয় উদ্যোগ। শুধু পোষাক বিতরণ নয় আনন্দচাষে যুক্ত ১৮ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় শীতের শাকসব্জীর বীজ। পূজোর পোষাকের সঙ্গে শাকসব্জীর বীজ পেয়ে ছাত্রছাত্রীরা বেজায় খুশি। এভাবেই এক ব্যতিক্রমী, আনন্দিত উৎসব যাপনের সাক্ষী হয়ে রইল স্বপ্নসন্ধানের ছাত্রছাত্রীরা।