
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের আগুন আতঙ্ক গুজরাটের আহমেদাবাদ শহরে। এবার আগুন লাগল আহমেদাবাদ শহরের ভাতভা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ আগুন লাগে। আগুনটি রাসায়নিক কারখানায় লেগে ছিল, এর পরে আশেপাশের চারটি কারখানায়ও আগুন লেগেছে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৪০টি ইঞ্জিন।
আরও পড়ুন: উত্তপ্ত উপত্যকা, পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম দুই জেহাদি
আগুনের কারণে নয়টি বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণগুলি এত তীব্র ছিল যে এর শব্দ তিন কিলোমিটার দূরেও শোনা গিয়েছিল। বিস্ফোরণের শব্দে পাশের কারখানার জানালার কাঁচও ভেঙে যায়।আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে দমকল কর্মীদের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে। দমকল কর্মীদের চারঘন্টার অক্লান্ত চেষ্টার পর বুধবার ভোরে নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে কারখানার ভিতরে থাকা প্রচুর সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রধান দমকল অফিসার রাজেশ ভট জানিয়েছেন, গভীর রাত একটা নাগাদ কারখানায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।